ডাউনলোড #
ডাউনলোড: #
ভার্সন: 0.5.0 (১১ই জুলাই ২০২৪ এ কম্পাইল করা বাইনারি)
- লিনাক্স: pankti-linux.zip
- উইন্ডোজ: pankti-win.zip
ব্যবহারঃ #
pankti-linux.zip
ফাইলে দুটি বাইনারি আছে যথাক্রমে pankti-linux32
(32বিট ) এবং pankti-linux64
(64বিট)। নিজের কম্পিউটারের Architecture অনুযায়ী বাইনারি ব্যবহার করুন। 64বিট কম্পিউটারে 32বিট এবং 64বিট উভয় বাইনারি কাজ করবে কিন্তু 32বিট কম্পিউটারে শুধুমাত্র 32বিটের বাইনারি কাজ করবে। একই ভাবে pankti-win.zip
ফাইলে pankti-win32.exe
(32বিট) এবং pankti-win64.exe
(64বিট ) বাইনারি দেওয়া আছে।
স্ক্রিপ্ট রান করার জন্য এইভাবে কমান্ড দিনঃ
1$ pankti-linux64 FILENAME.pank
pankti-linux64
এর বদলে নিজের সিস্টেম অনুযায়ী পঙক্তির বাইনারি বাবহার করুন।
সবচেয়ে সাম্প্রতিক ভার্সন পাওয়ার পদ্ধতি #
পঙক্তিকে সোর্স থেকে কম্পাইল করে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন ব্যবহার করা যাবে, যাতে সবচেয়ে নতুন Features এবং bug fix থাকবে।
প্রথমে Zig এর
master
ভার্সন এখানে থেকে https://ziglang.org/download/ ডাউনলোড করে নিতে হবে। তারপর ইন্সটল করে নিতে হবে। এবার পঙক্তির সোর্স কোড ডাউনলোড করতে হবে zip ফাইল হিসাবে কিংবা git দ্বারা ক্লোন করে এখানে থেকে https://github.com/bauripalash/panktiতারপর যে Directory তে সোর্স কোডটি আছে সেই ফোল্ডারে ঢুকে টার্মিনালে
zig build
কমান্ড দিলেইzig-out
এর মধ্যেbin
নামক ফোল্ডারে পঙক্তির বাইনারি তৈরি হয়ে যাবে, লিনাক্সে যার নাম হবেpankti
এবং উইন্ডোজেpankti.exe
এবার এই বাইনারি দিয়ে পঙক্তিতে লেখা প্রোগ্রাম রান করা যাবে।