বুলিয়ান #
বুলিয়ানগুলি মূলত যদি..নাহলে, যতক্ষণ..করো ইত্যাদি ক্ষেত্রে মূলত ব্যবহৃত হয়।
| Boolean | Value |
|---|---|
| True | sotto, true, সত্যি |
| False | false, mittha, মিথ্যা |
বুলিয়ান এভাবে লিখেও যেমন পাওয়া যায় তেমনই অন্য কিছু কাজের থেকেও ফেরত পাওয়া যায়। যেমন ১০০>৯৯ হল সত্য এবং ৯৯<১০০ হল মিথ্যা।