ম্যাপ (হ্যাশ ম্যাপ) #
ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ভাষাতে হ্যাসম্যাপ ভিন্ন ভিন্ন নামে পরিচিত পরিচিত, যেমন পাইথনে এগুলো Dictionary
পরিচিত।
হ্যাশম্যাপ গুলো দেখতে কিছুটা এইরকম হয়,
1ধরি তথ্য = {
2 "নাম" : "পলাশ",
3 "পদবী" : "বাউরি"
4}
এখানে "নাম"
, "পদবী"
গুলোকে Key বা সূচক বলা হয়। আর "পলাশ"
, "বাউরি"
এগুলো হল মান। এই হ্যাশ ম্যাপ থেকে কোনো রাশি বার করতে গেলে তালিকার মতোই কিছুটা কাজ করতে হবে তবে এখানে সূচকগুলোর জন্য সংখ্যার বদলে সূচকের নাম ব্যবহার করা হয়।
যেমন তথ্য
নামক হ্যাশ ম্যাপ থেকে "পলাশ"
বার করে আনতে গেলে আমরা কিছুটা এইরকম করবো:
1তথ্য["নাম"]