চল রাশি (Variables) #
পঙক্তি প্রোগ্রামিং ভাষাতে তিন প্রকারের প্রাথমিক চল রাশি (primitve variable types) বর্তমান যথা সংখ্যা [পূর্নসংখ্যা (Integers) যেমন 1, 20, ৩৩, ৯৯১… ও দশমিক সংখ্যা (Floating Point) যেমন 1.10, ৩.১৪….]; স্ট্রিং যেমন "pankti"
, "পঙক্তি"
, "পলাশ"
; এবং বুলিয়ান যেমন সত্য
, sotto
true
, মিথ্যা
, mittha
, false
। এছাড়াও তালিকা (array), হ্যাশ ম্যাপও পঙক্তিতে বর্তমান রয়েছে।
চল রাশি ঘোষণা (Variable Declaration) #
পঙক্তিতে চল রাশি ঘোষণা বা সেট করার (variable declaration) পদ্ধতি একদম বীজগণিতের অঙ্কে চল রাশি তৈরি করার মতো।
ধরি <চলরাশির নাম> = <চলরাশির মান>
উদাহরন:
ধরি বয়স = ২১
কিংবা ধরি নাম = "পলাশ"